ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে ভাবছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে তিনি এ কথা জানান।
মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপির ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে কি না তা দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তাই এই বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা চলছে।’
প্রসঙ্গত, আজ বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ ঢাকার দুই এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের তফিসল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল অসুষ্ঠিত হবে এ সিটি করপোরেশনের নির্বাচন। এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ মার্চ। মনোনয়নপত্র বাছাই ১ ও ২ এপ্রিল। প্রত্যাহারের শেষ সময় ৯ এপ্রিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান