ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে সুস্থভাবে ফিরিয়ে দেয়ার দাবি এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেপ্তার, গুম ও হত্যার প্রতিবাদে এ মাসেই নতুন কর্মসূচির ঘোষাণা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গতকাল সোমবার রাত ১১টার দিকে খালেদা জিয়ার সঙ্গে গণস্বাস্থ বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জাফরুল্লা চৌধুরীর একান্ত সাক্ষাতে এমনই কথাবার্তা উঠে এসেছে। গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্র এ খবর জানিয়েছে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘গতরাতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ড. জাফরুল্লাহ। সাক্ষাতের সময় তিনি ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়া প্রসঙ্গে বিভিন্ন আলোচনা করেন।’
জাফরুল্লাহর বরাত দিয়ে শায়রুল কবির খান বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার ব্যাপারে সরকারের কোনো মাথাব্যাথা নেই বলে মন্তব্য করেছেন জাফরুল্লাহ। তিনি বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও গুম হওয়ার বিষয়ে সরকারের মন্ত্রী-এমপিদের লাগামহীন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।’