রংপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘ক্ষমতাসীন দল ক্ষমতা পাকাপোক্ত করতে সাংবাদিকদের কণ্ঠরোধে মরিয়া হয়ে উঠেছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এজন্য দেশে শক্তিশালী গণমাধ্যম দরকার।’
মঙ্গলবার রংপুর মহানগরীর দর্শনায় এরশাদের বাসভবন পল্লী নিবাসে রংপুর সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশে যত বেশি সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়া শক্তিশালী হবে, গণতন্ত্র তত বেশি সুসংহত হবে। আর গণতন্ত্র সুসংহত হলে দেশও এগিয়ে যাবে।’
এসময় মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির, সিটি প্রেস ক্লাবের সভাপতি শরিফুজ্জামান বুলু, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান