নিউ ইয়র্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি দেয়ার অভিযোগ এনে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় বিএনপি।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রে তার যে কোন সভা-সমাবেশ গণতন্ত্রকামী প্রবাসীরা প্রতিহত করবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেঁস্তোরায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা।
এ সময় লিখিত বক্তব্যে বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু বলেন, “নিপীড়ন, নির্যাতনের ধারাবাহিকতায় আজ কথায় কথায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি দিয়ে আসছে অবৈধ সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিরা।”
“এরমধ্যে জাসদ নেতা ইনুর ধৃষ্টতা সীমাহীন হয়ে চলেছে। তাই আজ থেকে যুক্তরাষ্ট্রে ইনুকে অবাঞ্ছিত ঘোষণা করা হল। যুক্তরাষ্ট্রে এলে তার যে কোন সভা সমাবেশ গণতন্ত্রকামী প্রবাসীরা প্রতিহত করবে।”
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান