ঢাকা : ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য ৬৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর মধ্যে ঢাকার দুই সিটিতে ৪০ কোটি এবং চট্টগ্রামে সিটির জন্য ২০ কোটি টাকা। এর বাইরে জরুরি প্রয়োজনে ব্যয় ধরা হয়েছে আরো ৫ কোটি টাকা।
মঙ্গলবার ইসি সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে ঢাকার দুই সিটি নির্বাচন আয়োজনে ৪৫ কোটি টাকা বরাদ্দ নিয়েছে কমিশন। এর আগে চলতি অর্থবছরে চট্টগ্রাম সিটির জন্য আলাদাভাবে ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়।
২০০২ সালে সর্বশেষ অবিভক্ত ডিসিসি নির্বাচনে ইসির ব্যয় হয়েছিল প্রায় ১৩ কোটি টাকা। সেই হিসাবে এ নির্বাচনে এবার ব্যয় ধরা হয়েছে তিন গুণ। অন্যদিকে, ২০১০ সালে চট্টগ্রাম সিটি নির্বাচনে ব্যয় হয়েছিল প্রায় ৭ কোটি টাকা। এবার সে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা।
নাম পরিচয় প্রকাশ না করার শর্তে ইসির বাজেট শাখার এক কর্মকর্তা বলেন, ‘নির্বাচনী উপকরণ বাবদ খরচ বেড়ে যাওয়ায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সম্ভাব্য ব্যয় তিন গুণ ধরা হয়েছে। এছাড়া, ভোটগ্রহণ কর্মকর্তাদের সম্মানীও আগের চেয়ে ৩ গুণ বাড়ানো হয়েছে। তবে মোট নির্বাচনী বাজেটের বেশির ভাগ ব্যয় হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে।