রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী খোর্দ্দ বাউসা গ্রামের নিখোঁজ গুড় ব্যবসায়ী মনজুর রহমানকে (২৭) উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৮১দিন পর মঙ্গলবার দুপুরে সিলেটের সুনামগঞ্জের দিরাই এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই ব্যবসায়ির বড় ভাই মনিরুল ইসলাম মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর গুড় বোঝাই ট্রাক নিয়ে মনজুর রহমান নেত্রকোনার উদ্দেশ্যে যান। গুড় বিক্রি করে তিন লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে ওই দিনই সন্ধ্যায় ময়মনসিংহের শহরের পাটগুদাম বাসস্ট্যান্ডে যান। এরপর থেকে তার সন্ধান পাচ্ছেনা পরিবার। সঙ্গে থাকা ওই টাকার জন্য অপহরণকারিরা তাকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখে।
পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে এর দুই দিন পর ২৯ ডিসেম্বর ময়মনসিংহের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন মিঠু। বিষয়টি র্যাবকেও জানান তিনি। মোবাইল ফোনের সূত্র ধরে মঙ্গলবার র্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মনজুরকে উদ্ধার করে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, মোবাইল ফোনের সূত্র ধরে র্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মনজুরকে উদ্ধার করেছে। বর্তমানে সুনামগঞ্জ পুলিশ তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান