ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির পাশে ‘টাউট-বাটপার, চাঁদাবাজ, ভূমিদস্যু ও লুটেরাদের’ ছবি দেখতে পেলেই ছিঁড়ে ফেলার অহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন- বর্তমান রাজনীতিতে কোন আদর্শ নেই, আছে শুধু বাটপারি। এ সব কর্মকাণ্ড দেখে বুকটা ফেটে যায়।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে এক ধরণের মানুষেরা এ অপকর্ম করে যাচ্ছে। তাদের সঙ্গে কোনো আপস নেই, এদেরকে ঠেকাতে হবে। আর এতেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবেন।
তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন সরকার হটানোর জন্য নয়। তাদের আন্দোলন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তারা আন্দোলনের নামে নাশকতা করছে।
বিএনপির সঙ্গে কোন সংলাপ হবে না সাফ জানিয়ে দিয়ে এ মন্ত্রী বলেন, আইএসের সঙ্গে জাপান ও ইউরোপীয় ইউনিয়ন কোন ধরনের সমঝোতায় বসেনি, বাংলাদেশে আইএস স্টাইলে কর্মকাণ্ড করছে বর্তমান বিএনপি- জামায়াত। তাদের সঙ্গে সংলাপ করে লাভ কি? সংলাপ করতে হলে সম্পূর্ণভাবে এই সন্ত্রাস-সহিংসতা বন্ধ করতে হবে। তারপর দেখা যাবে কি করা যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান