যশোর : যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকের এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের রেল ও যশোরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে রেলক্রসিংয়ের ওপর থেকে বগি সরিয়ে নেওয়া হলে যশোরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ পুনঃস্থাপিত হয়।
উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারি ও ১৪ মার্চ একইস্থানে আরো দুটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়।
রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ি ইনচার্জ এসআই মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে মালবাহী একটি ট্রেন মঙ্গলবার দুপুরে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি সিঙ্গিয়া রেলস্টেশনের এক নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে যাওয়ার সময় ১০ নম্বর পয়েন্টের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।
তিনি জানান, এর ফলে ট্রেনটি ঘটনাস্থলেই দাঁড়িয়ে যায়। একই সাথে ট্রেনটি যশোর-খুলনা মহাসড়কের রেলক্রসিং পার হচ্ছিল। এর ফলে সড়ক যোগাযোগও বন্ধ হয়ে যায়। পরে রেলক্রসিংয়ের ওপর থেকে তিনটি বগি সরিয়ে নেওয়া হলে সড়ক যোগাযোগ পুনঃস্থাপিত হয়।
এসআই আরো জানান, রেলের কমকর্তার এখনো সেখানে পৌঁছায়ননি। সিঙ্গিয়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় যশোরে রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রেন ছেড়ে যেতে পারেনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান