যশোর : জেলা সদরের পাঁচবাড়িয়া এলাকায় যশোর-মাগুরা সড়কে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইউনুস আলী (৪০)। তাকে পুলিশ দীর্ঘদিন ধরে খোঁজ করছিল।
সোমবার রাত আড়াইটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জেলার সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন জানিয়েছেন।
তিনি জানান, সড়কের গাছ ফেলে ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ইউনুস আলীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ঘটনাস্থলে দুটি ধারালো অস্ত্র ও চারটি হাতবোমা পাওয়া গেছে বলেও জানান তিনি।
নিহতের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় ২০টি ডাকাতি, ১১টি হত্যা ও চাঁদাবাজির দুটিসহ মোট ৪১টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান