বাংলার খবর২৪.কম: সেহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে আসতে শুরু করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা। আসবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও। সরকারের জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ২০ দলীয় জোট এই সমাবেশের আয়োজন করেছে। বিএনপির আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার ডিএমপির পক্ষ থেকে শর্ত সাপেক্ষে সমাবেশের মৌখিক অনুমতি দেওয়া হয়।
বিকেল তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর দু’টার আগে থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা বড় বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন। ইতিমধ্যে মঞ্চের সামনের অনেকটা অংশ কানায় কানায় পূর্ন হয়েছে নেতা-কর্মীতে।
সরকারের মন্ত্রিসভায় অনুমোদন করা সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ঢাকার বাইরে সব মহানগর এবং জেলা সদরেও মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে আসতে
শুরু করেছে ২০ দলের নেতা-কর্মীরা
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান