লক্ষ্মীপুর : জেলার রায়পুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবলীগ নেতা মনু মিয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুরুল হক আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
উত্তর চরআবাবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি কৈসিক আহমেদ সোহেল জানান, মনু মিয়া উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন।
এরআগে, শুক্রবার হায়দরগঞ্জের বটতলায় উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহীদ উল্যাহকে মনু মিয়া কুপিয়ে জখম করেন। এর জের ধরে চেয়ারম্যানের অনুসারীরা মনু মিয়াকে পিটিয়ে জখম ও দুটি বসতবাড়িতে ভাঙচুর চালায়। এ সময় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ হয়। পরে আহত মনু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পরদিন শনিবার রাতে রায়পুর থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান