ঢাকা : যশোর, রংপুর ও মানিকগঞ্জে পুলিশের অভিযানে বিএনপি, জামায়াত, শিবির ও বিভিন্ন মামলার আসামিসহ ১১৬ জনকে আটক করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় তাদের আটক করা হয়। পুলিশের বরাত দিয়ে শীর্ষ নিউজের প্রতিনিধি পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
যশোর: যশোরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি।
রংপুর : রংপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের সাত কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে। জেলা পুলিশের কন্ট্রোলরুমের ফোন অপারেটর মো. ফরহাদ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি’র তিনজন, মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের একজন এবং পীরগাছা থানা পুলিশ বিএনপি’র তিনজন কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এ ছাড়া পুলিশ নানা অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৩২ জনকে গ্রেফতার করে।
মানিকগঞ্জ : মানিকগঞ্জে বিএনপির পাঁচ নেতাকর্মীসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে সোমবার রাতব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা এক প্রেস বিজ্ঞপিতে জানিয়েছেন। নাশকতা ঠেকাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান