বাংলার খবর২৪.কমমিজানুর রহমান বাংলার খবর২৪.কম: বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে বলে মনে করেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। মঙ্গলবার সকাল ১১ টায় হোটেল সোনারগাঁও এ এশিয়ান উন্নয়ন ব্যাংক(এডিবি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছোট্ট এদেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। কিন্তু তা ব্যবহার করা যাচ্ছে না। বিদ্যুৎ উৎপাদন খাতে এ গ্যাস ব্যবহার করা উচিত। বিদ্যুৎ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা রাষ্ট্রের হাতে রাখা উচিত। সেটাকে ব্যক্তি খাতে ছেড়ে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন তিনি।
মন্ত্রী আরো বলেন, দক্ষিণাঞ্চল ও উপকূল এলাকায় ঝড় জলচ্ছ্বাস ও বন্যা মোকাবেলায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যায়ে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
রাজনীতিবিদদের ইঙ্গিত করে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, জনপ্রিয় হওয়া নয়, দেশের জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজু হিকো গোচি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব সফিকুর রহমান পাটোয়ারী, এডিবির ভাইস প্রেসিডেন্ট বিন্দু এম লোহানী প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান