ঢাকা : নিজেদের ভরাডুবি ঠেকাতে সেদিন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অঝর ধারায় কাঁদছিলেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।
গত ২৫ ফেব্রুয়ারি দলীয় আইনজীবীদের হাত জোড় করে আকুতি জানিয়ে কেঁদে কেঁদে বলছিলেন ভেদাভেদ ভুলে গিয়ে আইনজীবী সমিতির নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে।
কিন্তু কামরুলের কোন আকুতিই কাজে আসলো না। বিফলে গেলো তার চোখের পানি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় আইনজীবীদের চরম ভরাডুবি হয়েছে।
বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা সভাপতি-সাধারণ সম্পাদক পদ সহ ৯টি পদে বিজয়ী হয়েছে। আর আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা সহ সভাপতিসহ ৩টি পদে জয় পেয়েছে।
এর আগে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনেও বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা নিরঙ্কুশ জয় পেয়েছে।