ডেস্ক : মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বদিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির একটি আদালত।
‘রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ’ মামলায় তাকে এ দণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আরো ১৩ জনকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে।
তবে বদির আইনজীবী আহমেদ হেলমি এই রায়কে প্রহসন বলে মন্তব্য করেছেন এবং জানিয়েছেন যে শুনানি শেষ হওয়ার আগেই রায় দেয়া হয়েছে।
১১ এপ্রিল পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে।
এদিকে একই দিন উত্তরাঞ্চলীয় শহর মনসুরার একটি আদালত অন্য একটি মামলায় ব্রাদারহুডের আট সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
মিশরে ২০১৩ সালে জুলাইয়ে সেনা অভ্যুত্থানের পর দেশটিতে মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের ওপর অকল্পনীয় বর্বরতা চালাচ্ছে স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসির সরকার।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান