চরফ্যাশন : ভোলার শশীভূষন থানার কলমী ইউনিয়নের নাংলাপাতা এলাকা থেকে ১৪ কেজি হরিণের মাংস জব্দ করেছে শশীভূষন থানা পুলিশ।
সোমবার বেলা ১টায় নাংলাপাতা ১নং ওয়ার্ডের ডা. কামালের বসত ঘরের পেছনের রান্না ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের এ মাংস গুলো জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
শশীভূষন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে শশীভূষন থানার এসআই আ. ছোবহানসহ পুলিশ সদস্যরা ডা. কামাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পুরুষ সদস্যরা সটকে পড়ে। পুলিশ এসময় ডা. কামালের ছেলে মো. সুজনের বসত ঘরের পেছনের রান্না ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি হরিণের মাংস জব্দ করে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান