কলকাতা : ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গার উপর তৈরি বাঁধের ৮৯ নম্বর স্লুইচ গেটটি পানির চাপে ভেঙ্গে গেছে। সেই ভাঙ্গা গেট দিয়ে প্রবল বেগে পানি বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে বলে জানা গেছে।
বাংলাদেশের প্রবেশমুখের অদূরে গঙ্গা নদীর উপরে নির্মিত এই বাঁধে মোট ১০৯টি স্লুইচ গেট রয়েছে। এই গেটগুলি পুরনো হওয়ায় মাঝে মাঝেই বিপর্যয় ঘটে।
রোববার বাঁধটির ৮৯ নম্বর স্লুইচ গেটটি পুরনো হওয়ায় পানির চাপে ভেঙ্গে যায়। এর ফলে পানি বাংলাদেশের দিকে ধাবিত হতে শুরু করে।
এই গেটগুলি ফারাক্কা চুক্তি মোতাবেক পানি ছাড়া ও আটকে রাখার কাজ করে। এর আগে ২০১২ সালে ও বাঁধের ১৩ ও ১৬ নম্বর গেট ভেঙ্গে গিয়েছিল।