ঢাকা : সংযোগ দুই বছর পর্যন্ত বন্ধ থাকলে সিমের মালিকানা হারাবেন মোবাইল ফোন গ্রাহকরা। সম্প্রতি মোবাইল ফোন কোম্পানিগুলোকে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির নির্দেশনা হলো- দুই বছর ব্যবহার না করলে সিমের মালিকানা হারাবেন মোবাইল ফোন গ্রাহক। তবে পুনরায় বিক্রি করার আগে এসব নম্বর অপারেটরদের নিজস্ব ওয়েবসাইট, কাস্টমার কেয়ার সেন্টার এবং কমিশনের ওয়েবসাইটে দিতে হবে। এ ছাড়া সেই গ্রাহকের নিবন্ধন, ব্যবহার ও অন্যান্য ডকুমেন্ট অপারেটরগুলোকে সংরক্ষণ করতে হবে। অন্যদিকে যেসব নম্বর বিক্রি করা হবে তা জানিয়ে বিক্রির তিন মাস আগে কমপক্ষে তিনটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে। একই সাথে এসব সংযোগ চলতি বাজার দরে বিক্রি করতে হবে।
এছাড়া টানা ৯০ দিন কোনো সংযোগ বন্ধ থাকলেই সেটি নিষ্ক্রিয় হবে।
এক বছরের মধ্যে নূন্যতম পরিমাণ রির্চাজের মাধ্যমে সংযোগ চালু করতে পারবেন গ্রাহকরা। তবে গ্রাহক ৩৬৫ দিনের মধ্যে এ সংযোগ চালু না করলে পরের বছরের মধ্যে অনধিক ১০০ টাকা রি-অ্যাক্টিভেশন ফি দিয়ে তা চালু করতে পারবেন।
নির্দেশনায় আরো বলা হয়েছে, গ্রাহক কোনো প্যাকেজের ডেটা পুরোপুরি ব্যবহারের আগেই যদি প্যাকেজের সময় পেরিয়ে যায় তাহলে পরবর্তী প্যাকেজে এই ডেটা যোগ করে দিতে হবে। তাছাড়া আরো কিছু শর্তও পূরণ করতে হবে অপারেটরগুলোকে।
উল্লেখ্য বিটিআরসির সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী পহেলা জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৬০ হাজার। আর ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৪ কোটি ২৭ লাখ ৬৬ হাজার।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান