চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ। এই সময় তারা কয়েকটি ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে। তাদের হামলায় আহত হয়েছে প্রতিষ্ঠানটির নয় জন কর্মচারী। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেল ৫ টার দিকে এসি বাজার লিমিটেডে এই হামলায় চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এসি বাজার লিমিটেডের মালিক জুনব আলী জানান, চট্টগ্রাম এমইএস কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরশাদুল আলম বাচ্চুর অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা একটি ট্রাকে করে এসে প্রথমে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তার পর দোকানে প্রবেশ করে লাঠি সোটা দিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং দোকান কর্মচারীদের উপর হামলা চালায় এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলার কারণ সম্পর্কে তিনি জানান, গত ১০ মার্চ লালদীঘি থেকে আওয়ামী লীগের সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতাকর্মীরা আমার প্রতিষ্ঠানের একটি পিকআপ ভ্যানে উঠে তখন তাদের সাথে ড্রাইভারের সাথে বাকবিত-া হয় এই ঘটনার জেল ধরে তারা হামলা চালায়।
খুলশী থানার এসআই মনির জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান