ঢাকা : এখন খালেদা জিয়াকে ধরার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা যথেষ্ট ছাড় দিয়েছি, যথেষ্ট সুযোগ দিয়েছি তাদের।
রবিবার দুপুর বেলা রাজধানীর বিএমএ ভবনে ‘শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের’ সমাবেশে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, আদালতে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়েছে। সার্চ ওয়ারেন্টের পরেও তাঁর কার্যালয় ঘেরাও করা হয় নাই। তাঁর কার্যালয়ে তল্লাশি করা হয় নাই। এখন তাঁকে ধরার সময় হয়েছে। বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা এটা সময়ের ব্যাপার মাত্র।
কামরুল বলেন, বিএনপির সিনিয়র নেতারা খালেদা জিয়ার সঙ্গে এই আন্দোলনে নেই। আজকে লক্ষ্য করবেন বিএনপির সুস্থ বুদ্ধিসম্পন্ন নেতৃবৃন্দ, বিবেকসম্পন্ন নেতৃবৃন্দ একজনও কিন্তু তাঁর সঙ্গে নেই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান