লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের মিয়ার বেড়ী এলাকায় যাত্রীবাহী লেগুনা-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে মো. রাজু (২০) নামে লেগুনার এক যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৬ যাত্রী। নিহত রাজু সদর উপজেলার চরমনসা গ্রামের আবুল কালামের ছেলে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সখিনা বেগম নামের এক যাত্রীর অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে জেলা শহরের উদ্দ্যেশে ছেড়ে আসা যাত্রীবাহী লেগুনাটি। এসময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনা যাত্রী সাদ্দাম হোসেন, রাকিব হোসেন, মনোয়ারা বেগম, ফাতেমা বেগম, ছকিনা বেগম ও তামান্না আক্তার আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে যাত্রী রাজু মারা যায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান