ঢাকা :লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি যুবক। হাতে প্ল্যাকার্ড ও কালো পতাকা নিয়ে ওইসব যুবকরা ‘কিলার হাসিনা, গো ব্যাক গো ব্যাক’ বলে স্লোগান দিতে থাকে।
তবে এ ঘটনার কথা অস্বীকার করেছে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা সফরসঙ্গীরা।
হাসিনার গাড়িতে ঢিল ছোড়ার একটি ভিডিও ক্লিপ ইউটিউবে ছেড়ে দেয়া হয়েছে। তবে ওই গাড়িতেই শেখ হাসিনা যাচ্ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশের কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
১ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের দিক থেকে দুটি কালো রঙের গাড়ি বের হলে ওই যুবকরা ‘কিলার হাসিনা, গো ব্যাক গো ব্যাক’ বলে রাস্তার বিপরীত দিক থেকে ওই দুটি গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। গাড়ি দুটি কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে দ্রুত চলে যায়। এরপরও যুবকরা স্লোগান দিতে থাকেন।
প্রথম গার্ল সামিটে যোগ দিতে যুক্তরাজ্যে তিন দিনের সরকারি সফরে সোমবার লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
(কেএম/জুলাই ২২, ২০১৪)
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান