ঢাকা: ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিনে রাজাধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে পর পর ছয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে। পুলিশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এ ককটেলগুলো ছুঁড়ে মারে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুরানা পল্টন গলির মুখে এ ককটেলগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ককটেলের আঘাতে দুই পুলিশ সহস্যসহ চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শওকত (২৮) ও রাসেল (৩০) নামে দুই দোকান কর্মচারীকে পুলিশি প্রহরায় ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদেরকে অবশ্য আটক করেছে পুলিশ।
এ ঘটনায় হানিফ আরো একজনকে আটক দেখানো হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার এসআই ফরিদ।