ঢাকা : নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের খোঁজ যখন সরকার এবং প্রশাসন দিতে পারছে না তখনই উত্তরার দক্ষিণখানের কেসি নামক একটি হাসপাতালে তিনি আছেন বলে এলাকায় গুঞ্জন উঠেছে।
কেসি হাসপাতালটি দক্ষিণখান বাজারের পশ্চিম পাশে অবস্থিত। দুই দিন যাবত এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে বিএনপির যুগ্ম মহাসচিব নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদ ওই হাসপাতালে আছেন।
সালাহ উদ্দিন কেসি হাসপাতালে আছেন এমন গুঞ্জন শোনার পর শনিবার রাত সাড়ে ১০ টার দিকে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী হাসপাতালটিতে গিয়ে উপস্থিত হন।
হাসপাতালের মালিক খসরু চৌধুরীর ছোট ভাই ডা. সানজিদ চৌধুরী গণমাধ্যমকর্মীদেরকে বলেছেন, আমাদের হাসপাতালে সালাহ উদ্দিন আহমেদ নেই, তিনি এখানে আসেননি।
এরপর সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন কেবিন খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে চলে আসেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান