ফারুক আহমেদ সুজন ঃ ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে বিআরটিসি পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস চালু করা হয়েছে। মুন্সীগঞ্জ শহরস্থ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এ বাস সার্ভিসের উদ্বোধন করেন। জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, বিআরটিসি পরিবহন ৬ টি বাস দিয়ে সড়কে যাত্রা শুরু করল। শহরের দর্পনা রোডে পুরাতন বাস ষ্ট্যান্ডের কাউন্টার থেকে বাস ছেড়ে ঢাকার গুলিস্তান পর্যন্ত যাবে। ভাড়া মাত্র ৭০ টাকা।
বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিআরটিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শওকত আলী মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিআরটিএ’র সহকারি পরিচালক কাজী মাহাবুব, সদর উপজেলার চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র একে ইরাদত মানু, মুক্তিযোদ্ধা এমএ কাদের মোল্লা প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান