অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদ পরবর্তী দুর্ঘটনা রোধে রংপুরে বিআরটিএ’র অভিযান Logo বনানী সড়কে বাস দুর্ঘটনা : অভিযুক্ত বাসের নিবন্ধন স্থগিত করেছে বিআরটিএ Logo লালমনিরহাটে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত Logo লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ কয়েকজন মাদক ব্যবসায়ী আটক। Logo বিআরটিএ আদালত -৩ এর নেতৃত্বে সায়দাবাদ যাত্রাবাড়ী’তে অভিযান Logo চট্টগ্রাম বিআরটিএ’র বিশেষ অভিযানে ৩৪ মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা Logo কুমিল্লায় মহাসড়কে বিআরটিএ’র অভিযান, ৮ যানবাহনে মামলা Logo ঢাকা-৩০০ ফিট সড়কে বিআরটিএ’র বিশেষ অভিযান Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা

গাইবান্ধার দুই উপজেলায় ২০ হাজার মানুষ পানিবন্ধী

বাংলার খবর২৪.কম,500x350_9ed44407bc336495935fa96b854c2baf_NazrulPIC-02.Gaibandhaগাইবান্ধা : প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেপ্রায় ২০ হাজার মানুষ। এলাকাগুলো হচ্ছে বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ, পঞ্চানন, মধ্য বেলকা, পূর্ব বেলকা, রামডাকুয়া, হরিপুরের চর চরিতাবাড়ি, কানি চরিতাবাড়ি, রাঘব, গেন্দুরাম, লখিয়ার পাড়া, পাড়া সাদুয়াসহ গোটা ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া কাপাশিয়ার ভাটি কাপাশিয়া, কাপাশিয়া, পূর্ব কাপাশিয়া, পোড়ার চর, কাজিয়ার চর, বাদামের চর, পূর্ব লাল চামার, লালচামার, উজান বুড়াইল, ভাটি বুড়াইলসহ গোটা ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। এদিকে বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে রোববার গাইবান্ধা জেলা প্রশাসক এহছানে এলাহী সরকারি ভাবে বরাদ্দকৃত ৪০ মেট্রিক টন চালসহ ৪০ হাজার টাকা বরাদ্দ দেন। বরাদ্দকৃত টাকা দিয়ে চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করেন। তিনি পঞ্চানন, বেলকা, কাপাশিয়া এলাকার বন্যার্তদের মাঝে উপস্থিত থেকে এসকল ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন-জেলা ত্রাণ ও পুণবাসন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ, সহকারি কমিশনার (ভুমি) রাশেদুল হক প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সংশি¬ষ্ট ইউপি চেয়ারম্যানগণ। ত্রাণ হিসেবে তিনি ২ হাজার লোকের মাঝে প্রতিজনকে ২০ কেজি করে চাল ও অন্যান্য ত্রাণ সামগ্রী প্রদান করেন। প্রদানকৃত ত্রাণ সামগ্রী চাহিদার তুলনায় অপ্রতুল।
অপরদিকে অস্বাভাবিক মাত্রায় পানি বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের নিচু এলাকা প্ল¬াবিত হয়েছে। টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্রের পানি হু হু করে বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ও রেলওয়ে মেরিন বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রের ফুলছড়ি উপজেলার বালাসী ও তিস্তামুখঘাট পয়েন্টে ৬৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির ফলে উপজেলার গজারিয়া ইউনিয়নের গলনা, ঝানঝাইর, জিয়াডাঙ্গা, কটকগাছা, বাড়ইকান্দি, নীলকুঠি, নামাপাড়া, কাতলামারি, ফুলছড়ি ইউনিয়নের গাবগাছি, সরদারের চর, পিপুলিয়া, দেলুয়াবাড়ি, ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারি, কৃঞ্চমনি, চিকিরপটল, এরেন্ডবাড়ি ইউনিয়নের দক্ষিণ হরিচন্ডী, ধলিপাঠাধোয়া, আলগারচর, উড়িয়া ইউনিয়নের কালাসোনা, রতনপুর, কাবিলপুর, পূর্ব গুণভরি, কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর, রসূলপুর, কাইয়ার হাট, কেতকির হাট এবং উদাখালী ইউনিয়নের সিংড়িয়াসহ ২৫টি নিম্নাঞ্চল গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এসব এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রতারকের পলায়ন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রামে শনিবার রাতে জনৈক ছামছুল ইসলামের বাড়ীতে ১০ জনকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক ভাড়াটিয়া। ওই ঘটনায় অসুস্থ ১০ নারী-পুরুষকে প্রতিবেশিরা অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। তাদের মধ্যে রানু বেগম (২৫) নামে এক নববধূর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়াপাড়া গ্রামের ছামছুল ইসলামের বাড়িতে কয়েকজন ভাড়াটিয়া ছিল। নতুন ভাড়াটিয়া রানা মিয়া বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যসহ অপর ভাড়াটিয়া বিপ¬ব সুত্রধর ও তার স্ত্রীকে দাওয়াত করে খাওয়ায়। ওই দাওয়াত খাওয়ার পর পরই বাড়ির মালিক ছামছুল ইসলাম (৬০), তার স্ত্রী নুরী বেগম (৫০), ছেলে সনজু মিয়া (৩০), শাকিল মিয়া (২৬), সাজ্জাদুল মিয়া (২২), ছেলে বউ রানু বেগম (২৫) ও অপর ভাড়াটিয়া বিপ¬ব সুত্রধর (৩৪) তার স্ত্রী সীমা সুত্রধর (২৮) অচেতন হয়ে পড়ে। তখন ভাড়াটিয়া রানা মিয়া ও তার স্ত্রী ওই বাড়ির মালিক এবং ভাড়াটিয়া বিপ¬ব সুত্রধরের ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা, টেলিভিশনসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। ভাড়াটিয়া রানা মিয়া মাত্র ৭ দিন আগে ছামছুল ইসলামের বাড়ীর একটি কক্ষ ভাড়া নেয়। তার বাড়ী বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছোট নারায়নপুর গ্রামে বলে পরিচয় দিয়েছিল। এব্যাপারে থানায় মামলা দায়ের হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

Tag :

ঈদ পরবর্তী দুর্ঘটনা রোধে রংপুরে বিআরটিএ’র অভিযান

গাইবান্ধার দুই উপজেলায় ২০ হাজার মানুষ পানিবন্ধী

আপডেট টাইম : ০৫:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম,500x350_9ed44407bc336495935fa96b854c2baf_NazrulPIC-02.Gaibandhaগাইবান্ধা : প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেপ্রায় ২০ হাজার মানুষ। এলাকাগুলো হচ্ছে বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ, পঞ্চানন, মধ্য বেলকা, পূর্ব বেলকা, রামডাকুয়া, হরিপুরের চর চরিতাবাড়ি, কানি চরিতাবাড়ি, রাঘব, গেন্দুরাম, লখিয়ার পাড়া, পাড়া সাদুয়াসহ গোটা ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া কাপাশিয়ার ভাটি কাপাশিয়া, কাপাশিয়া, পূর্ব কাপাশিয়া, পোড়ার চর, কাজিয়ার চর, বাদামের চর, পূর্ব লাল চামার, লালচামার, উজান বুড়াইল, ভাটি বুড়াইলসহ গোটা ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। এদিকে বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে রোববার গাইবান্ধা জেলা প্রশাসক এহছানে এলাহী সরকারি ভাবে বরাদ্দকৃত ৪০ মেট্রিক টন চালসহ ৪০ হাজার টাকা বরাদ্দ দেন। বরাদ্দকৃত টাকা দিয়ে চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করেন। তিনি পঞ্চানন, বেলকা, কাপাশিয়া এলাকার বন্যার্তদের মাঝে উপস্থিত থেকে এসকল ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন-জেলা ত্রাণ ও পুণবাসন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ, সহকারি কমিশনার (ভুমি) রাশেদুল হক প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সংশি¬ষ্ট ইউপি চেয়ারম্যানগণ। ত্রাণ হিসেবে তিনি ২ হাজার লোকের মাঝে প্রতিজনকে ২০ কেজি করে চাল ও অন্যান্য ত্রাণ সামগ্রী প্রদান করেন। প্রদানকৃত ত্রাণ সামগ্রী চাহিদার তুলনায় অপ্রতুল।
অপরদিকে অস্বাভাবিক মাত্রায় পানি বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের নিচু এলাকা প্ল¬াবিত হয়েছে। টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্রের পানি হু হু করে বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ও রেলওয়ে মেরিন বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রের ফুলছড়ি উপজেলার বালাসী ও তিস্তামুখঘাট পয়েন্টে ৬৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির ফলে উপজেলার গজারিয়া ইউনিয়নের গলনা, ঝানঝাইর, জিয়াডাঙ্গা, কটকগাছা, বাড়ইকান্দি, নীলকুঠি, নামাপাড়া, কাতলামারি, ফুলছড়ি ইউনিয়নের গাবগাছি, সরদারের চর, পিপুলিয়া, দেলুয়াবাড়ি, ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারি, কৃঞ্চমনি, চিকিরপটল, এরেন্ডবাড়ি ইউনিয়নের দক্ষিণ হরিচন্ডী, ধলিপাঠাধোয়া, আলগারচর, উড়িয়া ইউনিয়নের কালাসোনা, রতনপুর, কাবিলপুর, পূর্ব গুণভরি, কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর, রসূলপুর, কাইয়ার হাট, কেতকির হাট এবং উদাখালী ইউনিয়নের সিংড়িয়াসহ ২৫টি নিম্নাঞ্চল গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এসব এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রতারকের পলায়ন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রামে শনিবার রাতে জনৈক ছামছুল ইসলামের বাড়ীতে ১০ জনকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক ভাড়াটিয়া। ওই ঘটনায় অসুস্থ ১০ নারী-পুরুষকে প্রতিবেশিরা অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। তাদের মধ্যে রানু বেগম (২৫) নামে এক নববধূর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়াপাড়া গ্রামের ছামছুল ইসলামের বাড়িতে কয়েকজন ভাড়াটিয়া ছিল। নতুন ভাড়াটিয়া রানা মিয়া বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যসহ অপর ভাড়াটিয়া বিপ¬ব সুত্রধর ও তার স্ত্রীকে দাওয়াত করে খাওয়ায়। ওই দাওয়াত খাওয়ার পর পরই বাড়ির মালিক ছামছুল ইসলাম (৬০), তার স্ত্রী নুরী বেগম (৫০), ছেলে সনজু মিয়া (৩০), শাকিল মিয়া (২৬), সাজ্জাদুল মিয়া (২২), ছেলে বউ রানু বেগম (২৫) ও অপর ভাড়াটিয়া বিপ¬ব সুত্রধর (৩৪) তার স্ত্রী সীমা সুত্রধর (২৮) অচেতন হয়ে পড়ে। তখন ভাড়াটিয়া রানা মিয়া ও তার স্ত্রী ওই বাড়ির মালিক এবং ভাড়াটিয়া বিপ¬ব সুত্রধরের ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা, টেলিভিশনসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। ভাড়াটিয়া রানা মিয়া মাত্র ৭ দিন আগে ছামছুল ইসলামের বাড়ীর একটি কক্ষ ভাড়া নেয়। তার বাড়ী বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছোট নারায়নপুর গ্রামে বলে পরিচয় দিয়েছিল। এব্যাপারে থানায় মামলা দায়ের হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।