পঞ্চগড় : এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র সদস্যরা পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমানায় অবৈধভাবে প্রবেশ করে লোকজনকে ধরে নিয়ে যাওয়ার হুমকি-ধামকি দিয়েছে।
তবে এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা একটি (ওয়্যারলেস সেট) ওয়াকিটকিটি ফেলেই পিছু হটতে বাধ্য হয়।
শুক্রবার বিকেলে ভারতের মুড়িখাওয়া সীমান্ত ফাঁড়ির ১০-১২ জন সশস্ত্র বিএসএফ সদস্য তেঁতুলিয়া সীমান্তের সিদ্দিকনগর গ্রামে প্রবেশ করে এলাকাবাসীকে হুমকি ও ভয়ভীতি দেখালে এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠে।
পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।
এ ঘটনার পরপরই বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও বিএসএফ উভয় সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক ইমাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছে।