
বাংলার খবর২৪.কম: কেরানীগঞ্জের আতাসুর থেকে দেড় মন গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হচ্ছে জামাল (৪৫) ও সবুজ (৩৮)।
ঢাকা দক্ষিণ গোয়েন্দা পুলিশের এএসপি নুরুল আমিন জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে দেলোয়ারের বাড়িতে বসবাস করে গাঁজার ব্যবসা করে আসছে। রবিবার রাতে ওই বাড়িতে গাঁজার একটি বড় চালান মজুদ করা হয়। সেখানে অভিযান চালিয়ে জামাল ও সবুজকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে ঘরের ভিতরে লুকানো অবস্থায় দেড় মন গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, কয়েকদিন পূর্বে জামালের সহযোগী মিন্টুকে ১ মন গাঁজাসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।