মাদারীপুর: মাদারীপুরে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু বকর সিদ্দিক জানান, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গৈদিবিলের ধানক্ষেত থেকে সকালে কৃষকেরা মাঠে কাজ করতে এসে লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতনন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।