নিজস্ব প্রতিবেদক: অভিনেতা-অভিনেত্রীদের কতবার যে প্রেমে পড়তে হয় তার কোন হিসাব নেই। প্রতিটি নাটক, টেলিফিল্মে একবার করে কোন না কোন চরিত্রের প্রেমে হাবুডুবু খেতে হয় তাদের। নচেৎ অভিনয় করবেন কী করে! সেই ধারাবাহিকতায় নতুন এক চরিত্রের প্রেমে হাবুডুবু খাচ্ছেন জ্যোতিকা জ্যোতি।
চরিত্রটি আর কেউ নয়, অফিসের বস। জ্যোতির চরিত্রের নাম আলো । অফিসে বসের প্রেমে পড়ে কিন্তু বলেনা। বসের স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে গেছে। এদিকে বস তার পারিবারিক সমস্যা মেটানোর জন্য বাসায় অ্যাপয়েন্ট করে আলোকে। আলোর সমবয়সী এক কন্যা রয়েছে তার। এদিকে আলো’র যত স্বপ্ন, কল্পনা, প্রেম সব তার বসকে নিয়ে। সে বসকে নিয়ে যা যা কল্পনা করে তাই বাস্তবে একদিন হবে বলে বিশ্বাস করে এবং তা নিয়ে তৈরি হয় নানা ঝামেলা। আলো বসের বাড়ি ছেড়ে যায়না, যাবেওনা তা জানিয়ে দেয়। আলোর এই অস্বাভাবিক ভালোবাসা অস্বাভাবিকতা তৈরি করে সব জায়গায়। এমনই চরিত্রে অভিনয় করলেন তিনি।
ধারবাহিক নাটকটির নাম ‘চলো হারিয়ে যাই’। এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। প্রতি মঙ্গলবার ও বুধবার রাত ১১:৩০ মিনিটে নাটকটি প্রচারিত হচ্ছে এনটিভিতে।
এ বিষয়ে জ্যোতিকা জ্যোতি বলেন, আলো নামের একটি মেয়ের চরিত্রে আমি এখানে অভিনয় করেছি। একটু ডিফরেন্ট টাইপের কাজ। প্রায় মাস দুয়েক আগে শুটিং শুরু করেছিলাম নাটকটির। অনএয়ার শুরু হয়েছে অনেক আগেই। ভালই রেসপন্স পাচ্ছি।
প্রতি মাসেই চলছে এ নাটকের শ্যুটিং। এতে বসের চরিত্রে অভিনয় করেছেন শামস সুমন, আর তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মাশিয়াত ।
এ ধারাবাহিকটি ছাড়াও তার অভিনীত ধারাবাহিক নাটক জোয়াড়ি প্রচারিত হচ্ছে বৈশাখি টিভিতে, এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘দিবানিশি’। এ ছাড়াও একক নাটক অন্তুষ্টি ক্রিয়া, যে চিঠির কোনো ঠিকানা নেই, পরীদের গল্প, জলকন্যা, চেইন ক্যাফে, ভেতর বাহির, বেওয়ারিশ লাশ, ভালোবাসার অনুভূতিসহ বেশ কিছু নাটকে অভিনয় করেন জ্যোতিকা জ্যোতি।