ঢাকা : বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দকে সংলাপে বসা ও চলমান উত্তেজনা প্রশমন করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব বান কি-মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এ আহ্বান জানান।
বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময়ে জাতিসংঘের সংবাদ-সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে এ আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটকের পর তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অস্কার ফার্নান্দেজ তারানকো বা জাতিসংঘের অন্য কোন প্রতিনিধিকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারেও জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে।
এর উত্তরে জাতিসংঘের এ মুখপাত্র বলেন, বাংলাদেশে রাজনৈতিক সংলাপ ও দেশটিতে উত্তেজনা প্রশমনের জন্য আমরা যা বলেছি, সেটি পুনর্ব্যক্ত করা ব্যতীত আর নতুন কোন তথ্য নেই আমার কাছে। তবে এ ব্যাপারে তিনি আরও তথ্য দেয়ার চেষ্টা করবেন বলে উল্লেখ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান