ঢাকা : শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে গেলো বাংলাদেশ দল। টুর্নামেন্টের অন্যতম সেরা ফেভারিট নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ প্রতিদ্বন্দ্বিতা করেও শেষ পর্যন্ত হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হলো টাইগারদের।
শেষ দিকে বাংলাদেশের দিকেই ঝুকে ছিলো ম্যাচের পাল্লা। কিন্তু কেরি এন্ডারসন ও টিম সাউদির ব্যাটে জয় হাতছাড়া হয় সাকিবদের।
শুক্রবার হ্যামিল্টনে জয়ের জন্য ২৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নামলে শুরুতেই কিউইদের বড় ধাক্কা দেন সাকিব আল-হাসান। এক ওভারেই নিউজিল্যান্ড দলের সেরা দুই ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়মসনকে ফেরান তিনি।
এরপর রস টেইলরকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন মার্টিন গাপটিল। তবে দলীয় ১৬৪ রানের মাথায় গাপটিলকে নিজের তৃতীয় শিকার বানিয়ে এই জুটি ভাঙেন সাকিব।
এরপর অনেকটা নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে কিউইরা। ফলে আস্তে আস্তে বাংলাদেশের দিকেই ঝুকে পরছিলো ম্যাচ। কিন্তু শেষ দিকে কেরি এন্ডারসন, ভিট্টরি ও টিম সাউদির দারুণ ব্যাটিংয়ে ৭ বল বাকি থাকতেই হার নিশ্চিত হয় বাংলাদেশের।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেছেন ওপেনার মার্টিন গাপটিল। এছাড়া রস টেইলর ৫৬ এবং এলিয়ট ও এন্ডারসন সমান ৩৯ রান করে করেন।
বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন অধিনায়ক সাকিব আল-হাসান। একাই তুলে নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া দুটি উইকেট দখল করেছেন নাসির হোসেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৮ রান করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে রেকর্ড সেঞ্চুরি করেন টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ১২৩ বল খেলে ১২৮ রানে অপরাজিত থাকেন তিনি। চলতি বিশ্বকাপে মাহমুদুল্লাহর এটি টানা দ্বিতীয় সেঞ্চুুরি।
বাংলাদেশের বড় সংগ্রহ দাড় করাতে মাহমুদুল্লাহকে সাহায্য করেছেন সৌম্য সরকার (৫১), সাব্বির রহমান (৪০), সাকিব আল-হাসান (২৩) ও মুশফিকার রহিম (১৫)।
উল্লেখ্য, নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতিতে এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সহ-অধিনায়ক সাকিব আল-হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ : ২৮৮/৭, ওভার ৫০ (মাহমুদউল্লাহ ১২৮*, সৌম্য ৫১, সাব্বির ৪০, সাকিব ২৩; ইলিয়ট ২/২৭, অ্যান্ডারসন ২/৪৩)
নিউজিল্যান্ড : ২৯০/৭, ওভার ৪৮.৫ (গাপটিল ১০৫, টেইলর ৫৬, সাকিব ৫৫/৪, নাসির ৩২/২)
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান