ঢাকা : রাজধানীর পুরানা পল্টনে পানির ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ ওজিউল্লাহ মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অস্থায় শুক্রবার সকাল ৬ টার দিকে তিনি মারা যান।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনের ১৮ নম্বর বাড়ির ৩য় তলায় একটি পানির ট্যাঙ্কে পাইপ সংযোগ করছিলেন। এসময় ট্যাঙ্কের ভেতরে অন্ধকার থাকায় তিনি মমবাতিতে আগুন ধরান। আর তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ওজিউল্লা গুরুতর দগ্ধ হন।
পরে তার ছেলে হেদায়েত উল্লাহ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।
শুক্রবার সকাল ৬ টার দিকে তিনি মারা যান। রাজধানীর পুরানা পল্টনের ২৪ নম্বর বাড়িতে স্বপরিবারে থাকতেন তিনি। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসামের চিকুরিয়া গ্রামে বলে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান