চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে আটককৃত এক বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। যুবকের নাম শ্রী জয়ন্ত কুমার(২৮)।
বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তের ৭৮/৭ এস পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন সুলতানপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুস সালাম এবং ভারতের পক্ষ্যে মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার টিপি মিত্র।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সুলতানপুর সীমান্তের ৭৭ নম্বর মেইন পিলারের ৩আর পিলারের কাছ দিয়ে জয়ন্ত কুমার ভারতে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করে। এসময় তাকে ভারতের মালুয়া পাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ আটক করে।
পরে বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। রাতেই তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার লাঙ্গলবাদ গ্রামে বলে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান