ঢাকা: আজ বৃহস্পতিবার প্রায় ৮ ঘণ্টাব্যাপী সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই বৈঠকে প্রশাসনের বহুল আলোচিত তিন স্তরে পদোন্নতির তালিকা চূড়ান্ত করা হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, নতুন করে কোনো সমস্যা দেখা না দিলে রবি-সোমবারের মধ্যেই পদোন্নতির আদেশ জারি করা হতে পারে। এ ব্যাপারে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রশাসনের তিন স্তরে পদোন্নতির জন্য গত ১৫ জানুয়ারি থেকে লাগাতার বৈঠক শুরু হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পদোন্নতির যোগ্য কর্মকর্তাদের নানামুখী তদবিরের কারণে ফেব্রুয়ারির শেষার্ধে এসে এই প্রক্রিয়া কিছুটা ঝিমিয়ে পড়ে। অবশেষে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার প্রেক্ষিতে এসএসবি সদস্যরা পদোন্নতি চূড়ান্ত করতে একমত হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান