ঢাকা : রাজধানীর ফকিরাপুলে আট টুকরো লাশ হওয়া সেই তরুণীর পরিচয় মিলেছে। ঘটনার তিনদিন পর পুলিশ ওই তরুণীর পরিচয় সংগ্রহ করতে সক্ষম হয়। খণ্ডিত ওই তরুণীর নাম সুমী আক্তার (২৪)। তাকে হত্যা ও লাশ টুকরো করার সাথে জড়িতদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার মতিঝিল থানায় এ মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মোফিজুর রহমানের সাথে কথা বলে তার পরিচয় জানা যায়।
তিনি জানান, ওই তরুণীর গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার গোবিন্দপুরে। ইতোমধ্যে তার পরিবারের সাথে কথা বলা হয়েছে। সুমীর ভাই ও স্বজনরা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে তাকে জানানো হয়েছে।
তিনি আরো জানান, নিহত সুমীর স্বজনদের সাথে কথা বললে এই মামলার গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
কে বা কারা তাকে এভাবে টুকরো করে হত্যা করেছে তা এখনো নিশ্চিত নয় পুলিশ। তবে তাদেরকে সনাক্ত করার কাজ দ্রুতগতিতে চলছে।
সবশেষে তিনি বলেন, ওই তরুণী মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে পারে।
গত মঙ্গলবার সকালে ফকিরাপুল পানির ট্যাঙ্কির পাশে উপবন হোটেলের পেছনে একটি চার তলা ভবনের ছাদে ওই নারীর খণ্ডিত মাথা ও রক্তমাখা প্রিন্টের স্যালোয়ার কামিজ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে মাথা ও কাপড় উদ্ধার করে। এরপর ওই চারতলা ভবনের পাশে ওয়াসা স্টাফ মেসের টিনের চাল থেকে দেহটি, পাশের বাসার ছাদ থেকে হাত ও পায়ের দুটি অংশ। এছাড়া বাকি অংশগুলো ওই ভবনের নিচে একটি গলির মধ্যে রাস্তার উপর থেকে উদ্ধার করে।
সেখানে টুকরাগুলো মিলিয়ে দেখা যায় ওই তরুণীকে হত্যার পর তার শরীর কেটে আটটি টুকরো করা হয়েছে। যার মধ্যে মাথা, দেহ, দুটি পা এবং দুটি হাতকে চারটি টুকরো করা হয়েছে। এরমধ্যে ডান হাতের কনুই থেকে কাধ পর্যন্ত অংশটুকু পাওয়া যায়নি। বাকি সাতটি অংশ পাওয়া গেছে। নিহত ওই তরুণীকে যাতে চেনা না যায় তার জন্য দুর্বৃত্তরা তার মুখ আগুনে পুড়িয়ে বিকৃত করে দেয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।