ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও তা থানায় যেতে আর কতদিন লাগবে? জাতীয় সংসদে এই প্রশ্ন করেছেন স্বতন্ত্র সাংসদ হাজী মোহাম্মদ সেলিম।
বৃহস্পতিবার হাজী মোহাম্মদ সেলিম সংসদে সম্পূরক প্রশ্নে দাঁড়িয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থানায় যেতে কতদিন লাগে?’ ২০০১ সালে আমাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দ্রুতগতিতে থানায় চলে যেত। এখন কেন যায় না?’
তিনি আরো বলেন, বাংলাদেশে দুইজন গরম পীর আছেন। একজন প্রধানমন্ত্রী, অন্যজন খালেদা জিয়া। এদের যে কোনো একজনের গায়ে হাত দিলে পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। সেজন্যই কী গ্রেফতারি পরোয়ানা যায় না? এদের গায়ে হাত দিয়ে এক-এগারো সফল হতে পারেনি।’
হাজী সেলিম আরো বলেন, ‘দয়া করে শ্যোন অ্যারেস্ট বন্ধ করেন। মানুষ বহু কষ্টে জামিন পায়। তারপর আবার গ্রেফতার দেখানো হয়। এটা সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের জন্য যন্ত্রণাদায়ক। যা করার একবারেই করেন।’
জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘এই প্রশ্নটি আমাকে না করে আইন মন্ত্রণালয়কে করলে ভালো হতো। খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন। আদালতের পরোয়ানা থানায় গেলে তাকে গ্রেফতার করা হবে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান