, ঢাকা : ২০ দলের ডাকা অবরোধে পাশাপাশি হরতালে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আসন্ন এইচএসসি পরীক্ষা নিয়ে সংশয় প্রকাশ করে শিক্ষা মন্ত্রী বলেন, ‘হরতালের প্রভাব না থাকলেও নিরাপত্তার কারণে আমরা কৌশলে এসএসসি পরীক্ষা সম্পন্ন করছি। মার্চেই পরীক্ষা শেষ হয়ে যাবে। কিন্তু এইচএসসি পরীক্ষাও কি এভাবেই চলবে? এখন এইচএসসি পরীক্ষা নিয়েও আমাদের ভাবতে হচ্ছে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ছড়াকার, গীতিকার আলতাফ আলী হাসুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ঋষিজ শিল্পীগোষ্ঠী এর আয়োজন করে।
শিক্ষার ক্ষতি পোষানো যাবে না মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু শিক্ষার যে ক্ষতি হয়ে তা কখনো পুষিয়ে নেওয়া যাবে না।’
আলতাফ আলী হাসুর অবদান বর্ণনা করে তিনি বলেন, ‘আলতাফ আলী হাসু আমাদের সাংস্কৃতিক বিকাশে নীরবে ভূমিকা রেখে গেছেন। আর সংস্কৃতি যত প্রসারিত হবে, জাতি তত সভ্যতার দিকে এগোবে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসান আরিফ ও আলতাফ আলী হাসুর স্ত্রী মিনারা বেগম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান