মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে ৩ যুবক আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাঘাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপর পুলিশের গ্রেফতার এড়াতে ককটেল বিস্ফোরণে আহত যুবক জুয়েল, সিরাজ ও কাউসার অন্যত্র গোপনে চিকিৎসা নেওয়ায় তাদের আটক করতে পারেনি বলে জানায় পুলিশ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত ও ককটেল তৈরির বেশ কয়েকটি খালি কৌটা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে।
সদন থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে এম সালাউদ্দিন বৃহস্পতিবার রাত ১০টার দিকে জানান, বিস্ফোরিত ককটেলের বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে বিস্ফোরণে আহতদের খুঁজে পাওয়া যায়নি। পুলিশের গ্রেফতার এড়াতে আত্মগোপনে গিয়ে চিকিৎসা নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, ককটেল বিস্ফোরণে আহত ৩ যুবককে আটক করতে পুলিশের টিম খাসকান্দি গ্রামে অভিযান চালাচ্ছে।
-
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান