বাংলার খবর২৪.কম ডেস্ক : ইসলাম ধর্ম গ্রহণকারী এক ইসরায়েলি নারী ও এক আরব মুসলিম পুরুষের বিয়ের ঘটনায় ইসরায়েলে তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েলের অতি ডানপন্থি একটি রাজনৈতিক দল বিয়ের মিলনায়তনের চারপাশে বিক্ষোভ শুরু করেছে। এ সময় পুলিশের বেঁধে দেয়া সীমানা অতিক্রম করা হলে চারজনকে গ্রেপ্তার করা হয়। গত রবিবার মোরেল মালকা ও মাহমুদ মনসুরের বিয়ে সম্পন্ন হয়।
জানা গেছে, ইহুদি হতে মুসলিমে ধর্মান্তরিত নারীর নাম মোরেল মালকা (২৩) এবং আরব মুসলিম পুরুষের নাম মাহমুদ মনসুর (২৬)। এদিকে এই বিয়ের ঘটনা প্রকাশ হলে একটি বামপন্থি সংগঠন মোরেল এবং মাহমুদকে বিয়ের জন্যে অভিনন্দন জানিয়ে স্লোগান দিয়েছে। লেহাভা গ্রুপের বিক্ষোভের বিরুদ্ধে একটি পাল্টা বিক্ষোভের আয়োজন করেছে।
ইসরায়েলের রাষ্ট্রপতি রুবেন রিভলিন স্বয়ং এ বিয়ের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ইসরায়েলি মিডিয়া কর্তৃক বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান