রিয়াদ : সৌদি আরবের বিভিন্ন শহর জুড়ে অবৈধ অভিবাসীর পাশাপাশি যারা এক স্পন্সরের হয়ে অন্য স্পন্সরের মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের বিরুদ্ধে চলছে ব্যাপক অভিযান। একেক সময় একেক জায়গায় হানা দিচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের দায়িত্বে থাকা বাহিনী। বাদ যাচ্ছে না বাসা-বাড়িও।
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশি আটক হওয়ার হার শতকরা ৫ ভাগের কম হলেও ভিন্ন স্পন্সরের হয়ে কাজ করা প্রবাসীদের মধ্যে চলছে তীব্র আতঙ্ক।
সৌদি আরবের আইন অনুযায়ী এক স্পন্সরের অধীনে থাকা অবস্থায় অন্য কোন স্পন্সরের মালিকানাধীন প্রতিষ্ঠনে কাজ করা সম্পূর্ণ আইন পরিপন্থী।
রিয়াদের বাংলাদেশ অধ্যুষিত হারা এবং বাতা এলাকায় অবস্থিত বিভিন্ন শপিং সেন্টার, মার্কেট ঘুরে দেখা গেছে বাংলাদেশি মালিকানাধীন অনেক দোকানপাট বন্ধ।
দাম্মাম, জেদ্দার প্রবাসীরা জানিয়েছেন রিয়াদের মতই একই অবস্থা বিরাজ করছে দাম্মাম, জেদ্দার বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানেও। বিভিন্ন স্পন্সরের মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত অনেক প্রবাসী বাংলাদেশি আতঙ্কে বাসা থেকেই বের হচ্ছেনা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান