ঢাকা : অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১১৪ নম্বর ওয়ার্ডের রোগীরা। ১১৪ নং ওয়ার্ডের বারান্দায় সার্কিট বক্স থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আরিফুল ইসলাম।
এ সময় হযরত আলী ও আরেক রোগীর সঙ্গে আসা দেলোয়ার হোসেনের সহযোগিতায় প্রায় ৪০ মিনিট চেষ্টা আরিফুল ইসলাম দুটি নাইট টাস্ক ফায়ার দিয়ে এ আগুন নিয়ন্ত্রণ করেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ওয়ার্ডের বারান্দায় সার্কিট বক্স থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি জানান, রাত ৮টার দিকে হঠাৎ ওই বক্স থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায়। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ছোটাছুটি শুরু করেন। এসময় তিনি দুটি নাইট টাস্ক ফায়ার দিয়ে দুইজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ওই ওয়ার্ডে চিকিৎসাধীন হযরত আলী জানান, বারান্দায় হঠাৎ আগুন বের হতে দেখে সবাই ছোটাছুটি শুরু করেন। কিন্তু আরিফুল ইসলামের বুদ্ধিমত্তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আরিফুল ইসলাম আরো জানান, ঘটনাস্থলে ইলেকট্রিক মিস্ত্রিরা রয়েছেন। সার্কিট বক্সটি মেরামতের কাজ চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান