রাজশাহী : রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মিজানুর রহমান নামে এক কারারক্ষী আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স বজলুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও কারাগারের প্রধান ফটকে কারারক্ষীরা দায়িত্ব পালন করছিলেন। রাত ৮টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা ফটকের সামনে একটি ককটেল ছুড়ে পালিয়ে যায়।
এতে শরীরের বিভিন্ন স্থানে স্পিন্টারবিদ্ধ হন কারারক্ষী মিজানুর রহমান। পরে তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে এবং পরে রামেক হাসপাতালে নেয়া হয়।
রাজশাহী রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। তবে আতঙ্ক ছড়াতেই ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে বলেও জানান ওসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান