ঢাকা : বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আজ (বৃহস্পতিবার) রাত থেকে দূরপাল্লার সকল রুটে বাস চলবে।’
বৃহস্পতিবার বিকেলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে রাতে বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। সড়কে নিরাপত্তা বাহিনীর টহলও অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের পর থেকে রাতে দেশের মহাসড়ক গুলোতে যাত্রীবাহী বাসে পেট্রলবোম হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষের প্রাণহানী হয়েছে। নাশকতা তীব্র আকার ধারণ করায় রাতে দূরপাল্লার বাস চালানোর সিদ্ধান্ত নেয় সরকার ও বাস মালিক সমিতি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান