তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, তিনি ফোনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। সিরিয়া ও গাজা সঙ্ঘাত নিয়ে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে দূরত্ব বাড়ার প্রেক্ষাপটে সোমবার রাতে সরকারপন্থি একটি টিভি চ্যানেলে প্রচারিত সরাসরি সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কট্টোর বিরোধী এরদোগান। কিন্তু গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র দামাস্কাসের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের অবস্থান থেকে সরে গেলে তুরস্ক ক্রুব্ধ হয়।
এরদোগান বলেন, ‘অতীতে আমি তার (ওবামা) সাথে সরাসরি কথা বলতাম। কিন্তু সিরিয়া প্রশ্নে প্রত্যাশিত কোনো ফল পাইনি। এখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একে অপরের সাথে কথা বলেন।’
তিনি বলেন, ‘আমি [মার্কিন ভাইস প্রেসিডেন্ট] বাইডেনের সাথে কথা বলি। তিনি আমাকে ফোন করেন, কথা বলেন।
ওবামা ও এরদোগানের মধ্যে শেষ কথা হয়েছিল ২০ ফেব্রুয়ারি। এরপর হোয়াইট হাউজ এক প্রেস রিলিজ প্রকাশ করে এরদোগান বিভ্রান্তিকর সংলাপ প্রকাশ করেছেন বলে জানায়।
গাজায় ইসরাইলি হামলা প্রশ্নে ওয়াশিংটনের ভূমিকাতেও ক্রুব্ধ এরদোগান।
তিনি অভিযোগ করেছেন, গাজায় ইসরাইল ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ ও ‘গণহত্যা’ চালাচ্ছে। ইসরাইল প্রশ্নে এরদোগানের মন্তব্যকে ওয়াশিংটন ‘আক্রমণাত্মক ও ভুল’ বলে অভিহিত করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান