বাংলার খবর২৪.কম ডেস্ক : ইউক্রেনে শরণার্থী বহনকারী গাড়িবহরে হামলা হয়েছে। এতে বহু শরণার্থী হতাহত হয়েছেন। তবে কতজন হতাহত হয়েছেন এবং কারা এ হামলা চালিয়েছে, তা নিরপেক্ষ কোনো মাধ্যম থেকে নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত লুহানস্ক এলাকা থেকে শরণার্থীদের সরিয়ে নেওয়ার সময় গাড়িবহরে রকেট ও মর্টার আঘাত হানে। ইউক্রেনের সামরিক বাহিনী এ দাবি করেছে।
এদিকে নিরপেক্ষ কোনো মাধ্যম থেকে হামলার ব্যাপারে নিশ্চিত হওয়া না গেলেও ইউক্রেনীয় সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়াপন্থি যোদ্ধারা এ হামলা চালিয়েছে।
বিদ্রোহীদের নিউজ আউটলেটের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, লুহানস্ক এলাকায় বিদ্রোহী যোদ্ধা ও ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়েছে। তবে লুহানস্ক এখনো বিদ্রোহীদের দখলে রয়েছে।
ইউক্রেনের সামরিক মুখপাত্র অ্যানড্রিই লিসেনকো দাবি করেছেন, রাশিয়ার অস্ত্রে সজ্জিত বিদ্রোহী যোদ্ধারা শরণার্থী বহনকারী গাড়িবহরে রকেট ও মর্টার হামলা চালিয়েছে। এতে নারী-শিশুসহ অসংখ্য বেসামরিক মানুষ নিহত হয়েছে।
বিদ্রোহী ঘোষিত ‘দোনেতস্ক পিপল’স রিপাবলিক’-এর একজন মুখপাত্র অ্যানড্রেই পারগিন ইউক্রেনের দাবি নাকচ করে দিয়ে বলেছেন, বিদ্রোহীরা হামলা চালায়নি। তিনি আরো অভিযোগ করেন, ইউক্রেনীয় সেনাবাহিনী মাসজুড়ে লুহানস্কের রাস্তায় রাস্তায় মর্টার হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে লুহানস্কের বেসমারিক মানুষ খাদ্য, পানীয় জল ও বিদ্যুতের চরম সংকটে পড়েছেন।
অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে পূর্ব ইউক্রেনে মানবিক সহায়তা হিসেবে খাদ্য, পানীয় জল ও প্রয়োজনীয় জিনিসপত্র পাঠালেও তা সঠিকভাবে তাদের কাছে পৌঁছানো হচ্ছে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান