ঢাকা : এবারের এসএসসি পরীক্ষার্থী তাহমিনা আক্তারের (১৬) ওপর ঘুমন্ত অবস্থায় এসিড হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তার মুখ ও গলা ঝলসে গেছে।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হবিগঞ্জের কাটাখালি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় সে ও তার এক বান্ধবী নিজ ঘরে ঘুমে ছিল। ঘরের দরজা ভেঙ্গে একই এলাকার বখাটে সাড়াইজের নেতৃত্বে সাহাব উদ্দিন ও মোহাম্মদ আলী নামে তিন সন্ত্রাসী এ হামলা চালায়। তাহমিনাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তাহমিনার মা হাজেরা বেগম অভিযোগ করেন, সাড়াইজ সবসময় তাহমিনাকে উত্যক্ত করতো। বেশ কয়েকমাস ধরে তার এই উত্যক্ত চলছিল। সে বিভিন্ন সময় পথ আটকিয়ে তাহমিনাকে প্রেমের প্রস্তাব দিতো। কিন্তু তাহমিনা তার প্রস্তাব প্রত্যাখান করায় সে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে ঘরের দরজা ভেঙ্গে ঘুমন্ত তাহমিনার ওপর এসিড নিক্ষেপ করে।
হামলার দিন হাজেরা বেগম তার নাতনিকে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। রাতে তাহমিনা তার এক বান্ধবীকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন উল্লেখ করে তিনি জানান, এই সুযোগে বুধবার গভীর রাতে সাড়াইজ তার সহযোগীদের নিয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্র দিয়ে তাদের দুইজনকে জিম্মি করে এসিড হামলা করে। পরে তাহমিনার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাহমিনার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানন্তরের নির্দেশ দেন। পরে বৃহস্পতিবার বিকেলে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করেনি বলে জানিয়েছেন হাজেরা বেগম। তবে তাহমিনার মামা মানিক মিয়া জানিয়েছেন, তারা শিগগিরই থানায় মামলা দায়ের করবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান