ঢাকা : ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল চলতি মাসেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে প্রাক নির্বাচনী সমন্বয় সভার পর সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। ভোটের দিন ঠিক করার আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় ইসির সম্মেলন কক্ষে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে কমিশনের এ বৈঠক হয়।
সিইসি বলেন, “এ মাসের মধ্যে আমাকে ভোটের তফসিল দিতে হবে। কমিশন সভায় নির্বাচনের জন্য উপযুক্ত সময় বিবেচনা করে এ তফসিল ঘোষণা করা হবে।”
তিনি বলেন, পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সেজন্য শিক্ষা মন্ত্রণালয় একটি ‘গ্যাপ’ কমিশনকে জানাবে। “আগামী ১ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এইচএসসি পরীক্ষা চলবে। এ সময়ের মধ্যে অন্তত ৫ দিনের গ্যাপ পেলে তাতে ভোট করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এটা সমন্বয় (এডজাস্ট) করে দেবে।”
ঢাকা ও চট্টগ্রামের ভোট একদিনে করা হবে নাকি আলাদা করা হবে এবং ভোটের তারিখ কবে হবে তা পরবর্তী কমিশন সভায় ঠিক করা হবে বলে জানান সিইসি।
এ সময় সভায় সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন।
ইসির মিডিয়া সেন্টারে সিইসির ব্রিফিংয়ের সময় কমিশন সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম সচিব জেসমিন টুলী উপস্থিত ছিলেন।