মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের কাজে নিয়োজিত লুকান (৩৫) নামে এক চীনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নিখোঁজের ১৮ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীতে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।
জানা গেছে, চীনা কর্মকর্তা লুকান পদ্মার ব্রিজ নির্মাণে নদী শাসনের কাজে নিয়োজিত ছিল। তার লাশটি উদ্ধারের পর মাওয়া পদ্মা সেতু প্রকল্প এলাকায় নিয়ে রাখা হয়। প্রয়োজনীয় ও আইনগত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর লাশ চীনে পাঠানো হবে বলে জানা গেছে।
মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইউনুছ জানান, বুধবার রাত ১০টার দিকে বড় ভাসমান ক্রেন থেকে পাশের অপর একটি বার্জে যাওয়ার সময় মাঝখানের সিঁড়ি থেকে চীনা কর্মকর্তা লুকান পদ্মার পানিতে পড়ে নিখোঁজ হয়।
নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ প্রশাসনকে বৃহস্পতিবার সকালে জানানো হয়। এরপরই ওই চীনা কর্মকর্তার লাশ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরিদের তলব করা হয়। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তার লাশটি উদ্ধার করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান