সাতক্ষীরা : সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৬৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে।
এদিকে সাতক্ষীরা কোটে হাজিরা দিয়ে ফেরার পথে কোট ফটক থেকে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত জিএম ফজলুল হক শ্যামনগর উপজেলার হরিয়ান নগর ইউনিয়নের কদমতলা গ্রামের মহরআলীর ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি।
সূত্র জানায়, একই ওয়ার্ডের পরাজিত প্রার্থী স্থানীয় ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর দায়ের করা ডাকাতি মামলায় তিনি হাজিরা দিতে বৃহস্পতিবার কোর্টে যান।
এছাড়া তিনি একই ওয়ার্ড জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন। পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ করলেও সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি মুস্তাফিজুর রহমান জানান, তিনি জামায়াতের নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । একারণে তাকে আটক করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান